শিরোনাম
◈ সাময়িকভাবে বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট ◈ ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এফটিএ: রপ্তানি প্রবাহে আসতে পারে বড় পরিবর্তন ◈ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু কমিশনের একার নয়: আলী রীয়াজ ◈ রা‌তে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা‌দেশ- ভারত মুখোমুখি ◈ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক ◈ এনবিআর ভেঙে নতুন ২টি বিভাগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাস্থ্যব্যয়ে বাড়ছে দারিদ্র্য: গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ সার্ভিস ফি-কমিশন বন্ধ, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও)

বান্দরবানের লামায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লুট হওয়া বান্ডিল বান্ডিল টাকা। শনিবার (১৭ মে) পর্যন্ত কয়েক দফা অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় মাটির নীচে লুকিয়ে রাখা ওই ডাকাতির টাকা উদ্ধার করে পুলিশ।

সবশেষ আজ দুপুরে লামা পৌরসভার ৮নং ওয়ার্ড সিলেটিপাড়ার বাসিন্দা এবং ডাকাত দলের মাস্টারমাইন্ড করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এ নিয়ে সর্বমোট ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ মে লামা উপজেলার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস ডিপোর কক্ষ থেকে টাকা লুট হওয়া ঘটনায় লামা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ আটজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা টাকাগুলো বিভিন্ন জায়গায় মাটির নিচে লুকিয়ে রেখেছেন বলে স্বীকার করেন।

তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার করে পুলিশ। এ পর্যন্ত তিনটি জায়গা থেকে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত হাতুড়ি চাপাতি ছুড়ি ও বোল্ট কাটার উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ডাকাতির ঘটনায় লুট হওয়া বেশ কিছু টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আরও আসামিদের গ্রেফতার করে বাকি টাকা উদ্ধার অভিযান অব্যাহত আছে।
 
উল্লেখ্য গত ৯ মে রাত ৩টার দিকে লামার লাইন ঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকোর অফিস ডিপোতে ১৫/২০ জনের একটি ডাকাত দল হামলা চালিয়ে কোম্পানির এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়