শিরোনাম
◈ কক্সবাজারে পর্যটকদের হোটেল বুকিং বাতিল, সাগরে লঘুচাপ ◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতা, শেয়ারবাজারে পতন ◈ অক্সফোর্ড গ্র্যাজুয়েট থেকে ফুড ডেলিভারি কর্মী: দিং ইউয়াংঝুর সংগ্রামী জীবনের গল্প অনুপ্রেরণা জাগাচ্ছে তরুণদের ◈ ক্লাব বিশ্বকাপ, ৫৮ হাজার টাকার টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছে ১৬ শ টাকায় ◈ পা‌কিস্তান দ‌লের স‌ঙ্গে বাংলাদেশে আসছেন না ক্রিকেটার হা‌রিস রউফ ◈ নারী ফুটবল দলের জন‌্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার ◈ আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ ◈ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় ◈ ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প ◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে থ্রি হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন 

সানজিদা রুমা, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ভটভটি চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে জেলার ট্রাক- বাস-মিনিবাস মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মোড়ের ডিসি রোড়ে পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া, ফারিয়া পরিবহনের মালিক ফারুক মিয়া সহ বিভিন্ন ইউনিটের কয়েকশ মালিক-শ্রমিক এতে অংশ নেন। এসময় ব্যস্ততম ডিসি রোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া পরিবহন নেতারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও জেলাস্হ বিভিন্ন সড়কে অবাধে অবৈধ থ্রি হুইলার ও সিএনজি চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে মানুষের প্রাণহানীসহ অংঙ্গহানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিরবতার কারণে বাড়ছে দূর্ঘটনা। এতে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দূর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করলে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই দ্রুত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়