শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তঃনগর ট্রেন চালুর দাবি চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের সামনে এ কর্মসূচি পালিত হয়। সুশাসনের জন্য নাগরিক - সুজনের ব্যানারে প্রায় একঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি চলে।
 
এতে বক্তব্য রাখেন,  সুজনের চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সাংবাদিক  ফয়সাল মাহমুদ, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শাহনেয়াজ খান সিনা, জামায়াত নেতা গোলাম রাব্বানী, আব্দুল আলিম, ছাত্র নেতা আব্দুর রহিমসহ অন্যরা। 
 কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আটকে পড়ে মল্লিকা কমিউটার ট্রেন। অবরোধ শেষ হলে ১০ টা ১০ মিনিটের পরিবর্তে ১১ টায় ছেড়ে যায় ট্রেননি। 
 
অবরোধকারীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। রেল কর্তৃপক্ষের উদাসিনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। 
 
একই দাবিতে আগামীকালও রেল অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। পাশাপাশি জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হবে।  দুপুরে নবাবগঞ্জ ক্লাবে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ সাংবাদিক সাথে মতবিনিময় সভা শেষে অবরোধ কর্মসূচির ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. দেলোয়ার হোসেন। 
 
চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাষ্টার মো. ওবায়দুল্লাহ জানান, মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশের পর অবরোধ শুরু হয়। অবরোধের কারণে ট্রেনটি আর যেতে পারেনি। অবরোধ শেষ হলে প্রায় ৫০ মিনিট দেরিতে ছেড়ে যায় ট্রেনটি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়