শিরোনাম
◈ এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ◈ দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ১০ নির্দেশনা ◈ নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ◈ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের ৬ মা‌সের চু‌ক্তি ◈ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুরাবস্থা বাংলা‌দেশ দ‌লের, অবস্থান দশম ◈ জামায়াতের নতুন অবস্থানের লক্ষ্য বিপ্লবের চেতনাকে কাজে লাগানো ◈ ফিরোজায় সব প্রস্তুত, মঙ্গলবার ঢাকায় ফিরছেন খালেদা জিয়া ◈ ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ খালেদা জিয়া কেন ৫ মে দেশে আসছেন না, জানা গেল চাঞ্চল্যকর তথ্য ◈ গু‌নে-গু‌নে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে  টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত-১,আহত ৩৫

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় গ্রুপে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই পক্ষ। এমনকি রাত হয়ে গেলে টর্চলাইট জ্বালিয়ে তারা সংঘর্ষ চলমান রাখে। দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা(৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
রবিবার(৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্লা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে।
 
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে,উপজেলার  ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার বজলু মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার দবির মাতুব্বর গ্রুপে যোগদান করে। এ যোগদানের ঘটনায় দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।
 
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ  বলেন, স্থানীয় গ্রুপে যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত একটানা এ সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা ঘটনাস্থলে নিহত হন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আশরাফ হোসেন  বলেন, গ্রুপে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়