শিরোনাম
◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক। এ সময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানসহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ভুক্তভোগী নারী জানান, বিপিনপুর গ্রামে তিনি স্বামী সন্তানসহ বসবাস করেন। তাঁর স্বামী একটি মামলায় দুই মাস যাবৎ জেল হাজতে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই প্রতিবেশী সেলিম খাঁ তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। 

গত শুক্রবার দুপুরে সেলিম তাকে ধর্ষনের উদ্দেশ্যে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় সে বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে সেলিম। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। হামলার শিকার নারীর মা ফাতেমা বেগম জানান,তার মেয়ে চার মাসের অন্ত:সত্তা। স্বামী জেলে থাকায় সে মৎস্য শ্রমিকা হিসেবে কাজ করে খায়। সেলিম বিভিন্ন সময় তাঁকে জ্বালাতন করতো। তিনি সেলিমের কঠোর শাস্তি দাবী করেন। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়