শিরোনাম
◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর  : ফরিদপুরে অভিনব কায়দায় পিকআপে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বরিশালে শবজি নামিয়ে দিয়ে পিকআপ নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন চালক আনারুল।পথিমধ্যে ঢাকা-খুলনামহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল তার পিছু নেয়। 

কানাইপুর বাজার এলাকায় পৌঁছা মাত্রই পিকআপের সামনে মোটরসাইকেল দিয়ে বেরিকেড দিয়ে আটকে দেয় মোটরসাইকেলে থাকা দুই ব্যাক্তি চালককে বলে তুমি মানুষ মেরে ফেলেছো, তোমার কাছে টাকা, মোবাইল যা আছে দিয়ে দাও। পুলিশকে জানালে ঝামেলা হবে বলতে বলতে চালকের কাছে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজ্জাক নামের এক ছিনতাইকারীকে আটক করে, অন্যজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক ছিনতাইকারী রাজ্জাক শেখের বাড়ি কানাইপুর এলাকায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মুজাহিদুর রহমান জানান, ছিনতাই করার সময় এক ব্যাক্তিকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ছিনতাইকারীকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়