শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক চাপায় নারীর মৃত্যু

আইরিন হক,বেনাপোল(যশোর): : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় ট্রাক চাপায়  তানিয়া খাতুন(৩১)  নামে মটরসাইকেল আরোহী এক নারী নিহত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা মহাসড়কের ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড়ে এ দূর্ঘটনায় জীবন হারান তিনি। নিহত তানিয়া শার্শা উপজেলার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানিয়া খাতুন তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী সেলিম হোসেনও  আহত হয়েছেন।

নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক(ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে  শার্শা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।  নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান তিনি। গতি নিয়ন্ত্রন করতে প্রতিনিয়ত পথচারীদের সচেতন করা হচ্ছে জানান তিনি।

এদিকে যশোর-বেনাপোল মহাসড়কে দ্রুতগতী নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশের সন্তোষজনক ভুমিকা না থাকায় প্রাইয় সড়ক দূর্ঘটনায় জীবন হারাচ্ছে মানুষ।  গত এক সপ্তাহে এই মহাসড়কটিতে যানবাহনের চাপায় ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে মহাসড়কে অবাধ নসিমন,করিমন ও ইঞ্জিন চালিত ভ্যান চলাচলের সংকীর্ন মহাসড়কে দূর্ঘটনার বড় কারন হলেও তা বন্ধ হচ্ছেনা। অভিযোগ রয়েছে  অবৈধ যানবাহন থেকে নিয়মিত পুলিশের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়