শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের শিশুকে মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ, অতঃপর...

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা মো. আহসানুল কবির নামে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে শিশু ও অভিযুক্ত দুজনই ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওই শিশুর পরিবার ও অভিযুক্ত ব্যক্তি একই ভবনে পাশাপাশি ভাড়া থাকেন। ভিকটিমের বাবা-মা দুজন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে যায়। পরে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বের হয়ে নিচ তলায় তার খালার বাসায় গিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত কবিরকে রাতে বাসায় আটক রেখে মারধরে এবং পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়