শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারা'য় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুুর অভিযোগ ! 

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।

নিহত শিশুটি আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ার নাজিম চেয়ারম্যান বাড়ি ইসহাক মিয়ার পুত্র। শিশুটি পীরখাইন মৌলানা আসরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট। জানা যায়, ছোটবেলা থেকেই সে শ্বাসকষ্টে ভুগছিলো।

গত সপ্তাহে একই সমস্যা নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থভাবে বাড়ি ফেরে। ফের একই সমস্যায় আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে দুপুরে তার মৃত্যু ঘটে। নিহত ইফতেখারের পরিবারের দাবি, হাসপাতালের বহিঃবিভাগে টিকিট নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি ভর্তি হতে বলেন, তারপর তাঁর পরামর্শ অনুযায়ী যাবতীয় ঔষুধ পত্র নিয়ে ভর্তি করানো হয়। দুপুরে ভুল ইনজেকশন প্রয়োগ শেষ হওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।  

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব হোসেন বলেন, বাচ্চাটি এজমা ও শ্বাসকষ্ট আক্রান্ত শিশুটির অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়