শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামচরি আর এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান চৌধুরীর কন্যা খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কেরোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, বিশিষ্ট  সাংবাদিক মনিরুল ইসলাম ও বাংলা টিভির প্রতিনিধি এম আর সুমন প্রমুখ।

একটু সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বাদ্যযন্ত্রে উপহার দিয়ে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ও সংস্কৃতি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি আরো বলেন, তার বাবা হাবিবুর রহমান চৌধুরীর শিক্ষার প্রতি অতি গুরুত্ব দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাহার অবদানের কথা ভুলবার মত নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়