শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামচরি আর এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান চৌধুরীর কন্যা খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কেরোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, বিশিষ্ট  সাংবাদিক মনিরুল ইসলাম ও বাংলা টিভির প্রতিনিধি এম আর সুমন প্রমুখ।

একটু সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বাদ্যযন্ত্রে উপহার দিয়ে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ও সংস্কৃতি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি আরো বলেন, তার বাবা হাবিবুর রহমান চৌধুরীর শিক্ষার প্রতি অতি গুরুত্ব দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাহার অবদানের কথা ভুলবার মত নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়