শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে পুলিশবাহী ট্রাকে ট্রাকের ধাক্কা, ১৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার-১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটে পুলিশ বাহী ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পুলিশ বাহী ট্রাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। আহতদের মধ্যে ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা। আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দূর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়