শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ধানক্ষেতে বিষ দি‌য়ে ফসল ন‌ষ্টের অ‌ভি‌যোগ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়‌নের পশ্চিম বড়ঘোনায় পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বোনের ২ খানি (৮০ শতক) জমির ধান ক্ষেত ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৬নং ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন ছাবেকুন্নাহার।

থানায় প্রদত্ত অভিযোগ সুত্রে জানা যায়, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ শতক জায়গায় যৌথভাবে দুই বছর ধরে ধান চাষ করে আমির হোসেনের ৪ বোন। ধান পাকা হয়ে উঠলে ভাই তা নিজের বলে দাবি করে। পরে বোনরা বাধা দিলে ক্ষীপ্ত হয়ে রাতের আধারে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে ধান পুড়িয়ে দেয় ভাইসহ অন‌্যরা। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে অ‌ভি‌যো‌গে প্রকাশ।

এ ব‌্যাপা‌রে ছাবেকুন্নাহার বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে ১৬৮ শতক জায়গায়পে‌লেও আমার ভাই তা দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিলেন। পরে আমরা সালিশ বিচার এবং আদালতের মাধ্যমে  ৮০ শতক জায়গায় উদ্ধার করি।  সেই সব জায়গায় আমরা ধান চাষ করিলে ভাই ক্ষিপ্ত হয়ে ঘাস মারা বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দেয়। আমরা অসহায় ৪ বোন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানার জন্য আমির হোসাইনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও  সে মোবাইল ফোন রিসিভ না করা‌তে কথা বলা সম্ভব হয়‌নি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়