শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ৫জনের জেল-জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ তাদেরকে বিভিন্ন মেয়াদে এই দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহানূর রহমান (৪৩), একই গ্রামের ফেরদৌস আলীর ছেলে শাহীন প্রামানিক (৪০) মোখলেছার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩৬), কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার হাসান আলীর ছেলে রবি হাসান (৩৪) ও কাহালু উপজেলার বীরকেদার সরদার পাড়ার তহির উদ্দীনের ছেলে আয়েত আলী সরদার(৬১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, পোঁওতাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে উল্লেখিত পাঁচ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ শাহানূর রহমান, রবি হাসান ও শাহীন প্রামানিককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও সাজ্জাদ হোসেন এবং আয়েত আলীকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়