শিরোনাম
◈ হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত ◈ ইউরোপ ভ্রমণে কড়াকড়ি, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কোথায়, কীভাবে, কত টাকা জরিমানা দিতে হতে পারে? ◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন? ◈ সেন্টমার্টিন নিয়ে গুজব-সত্যের দ্বন্দ্ব: পর্যটন বন্ধ, দুর্ভিক্ষে দিশেহারা দ্বীপবাসী! ◈ সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ যে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দর ইমিগ্রেশন! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে হা‌রি‌য়ে ইং‌লিশ লি‌গে শুভ সূচনা আর্সেনালের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে সহোদর ভাইবোনের মারামারিতে বড় ভাই নিহত

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ারিশান জমি সংক্রান্ত দ্বন্দ্বে সহোদর ভাইবোনের মারামারিতে বড় ভাই দুলাল মন্ডল (৬০) নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত দুলাল মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদির মন্ডলের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের আশকর আলী নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের দুই ছেলে দুলাল মন্ডল ও হেলিম মন্ডল। দুই মেয়ে হামিদা বেগম ও তাকমিনা বেগম। এই চার ভাইবোনের মধ্যে ওয়ারিশান জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল।এসব দ্বন্দ্ব গ্রামের মাতব্বর ও স্বজনরা ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করেন।এরই জের ধরে বুধবার সকাল নয়টার দিকে হেলিম মন্ডল নিজের বসত-ভিটায় আকাশমনি ও ইউক্লিপটাস গাছ কাটতে যান।এসময় ভাই দুলাল মন্ডল বোন হামিদা ও তাকমিনা গিয়ে বাঁধা দেন।এনিয়ে ভাইবোনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ভা্ই ওবোনেরা হাতা হাতি এবং দাক্কা দাক্কি হলে বড় ভাই দুলাল মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।একইসাথে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়