শিরোনাম
◈ হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত ◈ ইউরোপ ভ্রমণে কড়াকড়ি, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কোথায়, কীভাবে, কত টাকা জরিমানা দিতে হতে পারে? ◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন? ◈ সেন্টমার্টিন নিয়ে গুজব-সত্যের দ্বন্দ্ব: পর্যটন বন্ধ, দুর্ভিক্ষে দিশেহারা দ্বীপবাসী! ◈ সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ যে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দর ইমিগ্রেশন! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে হা‌রি‌য়ে ইং‌লিশ লি‌গে শুভ সূচনা আর্সেনালের

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এসময় কলাগাছে ওঠা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিন হওয়ায় এ আয়োজনে বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা আবিদা সুলতানা বলেন, ঈদের আনন্দের পাশাপাশি ঘোড়দৌড় ও গ্রাম্য মেলা ঘিরে এলাকায় খুশির জোয়ার বয়ে যায়। 

মো. সোহেল মিয়া নামে আরেক দর্শনার্থী বলেন, পুরনো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। অনেক ভালো লেগেছে। অনেক আনন্দ পেয়েছি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদি জিয়া প্রজন্ম দলের ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার বিপ্লব বলেন, গ্রামবাংলার ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। তাইতো গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ধরে রাখতে আর মানুষের ঈদ বিনোদনকে বাড়িয়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে। 

ঘোড়দৌড় প্রতিযোগিতা ৬টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মো. জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুনবহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নাজমুল হাসান, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসান, নওশের মোল্লা, ইশারত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়