শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কোটকান্দি এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড়ে আনলোড ড্রেজার বসিয়ে বালু আনলোড করায় বাঁধা দেয়ায় এড. নাসির উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। সে কোটকান্দি গ্রামের মো. সোনামদ্দিনের ছেলে। তিনি কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জসতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে কোটকান্দি মোড়ে বালু ব্যবসায়ী জেলা কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ ও জেলা কৃষক দলের সদস্য নিরব আহমেদ রাজ্জাকসহ তার সহযোগীরা এড. নাসির উদ্দীনকে মারধর করে বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় ৩০ নভেম্বর (শনিবার) বিকেল পাঁচটার দিকে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে কোটকান্দি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বলেন, আমাদের কাঞ্চনপুর ইউনিয়নের ১৩টি মৌজার মধ্যে ১২টি মৌজাই নদীতে বিলীন হয়ে গেছে। একটি মৌজার মধ্যে আমরা বসবাস করছি। এমনিতেই প্রতি বছরই বাড়িঘর ভাঙছে। তারপরে নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈভাবে বালি উত্তোলন করে নদীর পাড়েই মেশিন বসিয়ে আনলোড করছে। এতে আমাদের এলাকা নদী ভাঙনে আরও হুমকির মুখে পড়ছে। এতে বাঁধা দিলে আমাদের এলাকার ছেলে এড. নাসির উদ্দীনকে মারধর করে আহত করে। আমার এর বিচারসহ অবৈধ বালু উত্তোলন বন্ধ চাই।
আপনার মতামত লিখুন :