শিরোনাম
◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে-কুপিয়ে জখম

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে মো. নরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ির মৃত রহমত আলীর ছেলে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর বাজারে ওই ঘটনা ঘটে। 

স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেলে এবং অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। আহত নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বলেন- সোমবার রাতে ১৫-১৬ জন মুখোশধারী সন্ত্রাসী রামদা-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ঘাড়, মাথা, দুইটি পা, দুইটি হাত পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। বর্তমানে সে ঢাকায় মোহাম্মদপুর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় তারা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এদিকে আহত নুরুল ইসলামকে মাইজখার ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এর কর্মী বলে দাবি করেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তদন্ত করে এসেছে। পূর্ব শত্রæতার জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়