শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৪, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ২ 

রাকিবুল ইসলাম, রংপুর: [২] রংপুরের গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। রোববার (২৬ মে) র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ পরিচালক(মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়রুপাই (জমচওড়া) গ্রামস্থ আসামী সোনামিয়া এর বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী বড়রুপাই জমচওড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র সোনা মিয়া (৩৫) এবং একই গ্রামের আব্দুল খালেকের পুত্র মোস্তাকিম মিয়া লিটন (২৯)’কে গ্রেপ্তার করে।  

[৩] র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

[৪] উল্লেখ্য মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতার অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এই উল্লেখযোগ্য সফল অপারেশনটি করে। সম্পদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়