শিরোনাম
◈ ভিসা গুজবের বিষয়ে সতর্ক করল আবুধাবির বাংলাদেশ দূতাবাস ◈ টানা ২ দফায় কত বাড়ল স্বর্ণের দাম? ◈ নির্বাচনী জোট গঠনে ধীরে বিএনপি, সারা পাচ্ছে না জামায়াত ◈ বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ

প্রকাশিত : ০৯ মে, ২০২৪, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৪, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের বর্ষা মীর।

[৩] গতকাল বুধবার (৮ মে) ঝিনাইদহের সদর ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। 

[৪] এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে সবাইকে পেছনে ফেলে তাকলাগানো সাফল্য অর্জন করে তৃতীয় লিঙ্গের বর্ষা মীর। তিনি প্রজাপতি প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হন।

[৫] নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বর্ষা মীর ভোট পান ৫৪২৫৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত পান বর্ষার ভোটের অর্ধেকেরও কম ২৩৩৫২ ভোট। শুধু তাই নয়, সদরে চেয়ারম্যান পদে মিজানুর রহমান মাসুম ৫০১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। যা বর্ষা মীরের চেয়ে ৪১১১ ভোট কম। রাত সাড়ে ১২টায় পূর্ণঙ্গ ভোটের ফলাফল প্রকাশ করা হয়।

[৬] নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, এ বিজয় আমার একার না, এ বিজয় জনগণের। আমি তাদের লোক। তারা আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন, তারাই আমাকে এই বিশলা সাফল্য এনে দিয়েছেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি সবসময় মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।

[৭] এদিকে তৃতীয় লিঙ্গের বর্ষা মীরের জয়ের খবরে আনন্দ উল্লাসে ফেঠে পড়ে তার সমর্থকরা।

[৮] উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভার চাকলাপাড়ার বাসিন্দা ৩৪ বছরের বর্ষা মীর। আলিজান মিয়া- আছিয়া খাতুন দম্পতির ৫ সন্তানের মধ্যে তিনি ৫ম। গত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করছেন তিনি। আপদ বিপদে মানুষকে সাহায্য করেন। এভাবেই এলাকায় পরিচিত হয়ে উঠেন তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়