শিরোনাম
◈ গরুর চামড়া ৮০০, ছাগলের ১০ টাকা ◈ সিলেটে ঈদ আনন্দ ভেসে গেল বন্যার জলে ◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্টে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিভিন্ন এলাকাসহ সদর বড় বাজারে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা।

[৩] সূত্রে জানা যায়, বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গায় অবস্থিত জনতা ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধরনের অসংগতি পরিলক্ষিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় জনতা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] নবীনগর বড় বাজারে দুইটি মিষ্টি ও দইয়ের দোকানে অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বড় বাজারে অবস্থিত একটি সরিষার তেলের মিলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত তেল উৎপাদন ও বাজারজাতকরণ এবং আরো বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় উক্ত তেলের মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

[৫] এছাড়া নবীনগর বাজারে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সহজ করতে রাস্তার উপরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক ও নবীনগর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

[৬] সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়