ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ৪৯৬) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় (নোজ হুইল) ত্রুটি দেখা দেয়ায় যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেয়া হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটির উড্ডয়নের সূচী ছিল। কিন্তু চাকার ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে। পরে ওই বিমানের ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিকে থাকার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরও একটি বিমানের ফ্লাইট এসে যাত্রীদেরকে ঢাকায় পৌঁছে দিবে।