শিরোনাম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৩:৪৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আসামির ছুরিকাঘাতে হাসপাতালে পুলিশ

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আসামি ধরতে গিয়ে উল্টো তার ছুরিকাঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শাহিনুর রহমান তুরাগ থানার উপপরিদর্শক (এসআই)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, মাদক মামলার আসামি রশিদকে গ্রেপ্তার করতে ওই এলাকায় যান পুলিশ কর্মকর্তা শাহিনুর। এ সময় শাহিনুরের বুক এবং পেটের মাঝামাঝি স্থানে ছুরি দিয়ে আঘাত করেন ওই আসামি।

মওদুদ হাওলাদার আরও জানান, গুরুতর আহত অবস্থায় শাহিনুরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

আসামি রশিদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়