শিরোনাম
◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে ভুয়া পুলিশ গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরখানে এনামুল হক মনির (৩৫) নামের এক ভূয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উত্তরখানের হযরত শাহ্ কবির (রহ.) মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি জাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মনির নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে বসবাস করেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাজার প্রাঙ্গণ থেকে মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে একটি জাল পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তাঁর নাম এএসআই মনির এবং পদবি সাব-ইন্সপেক্টর লেখা ছিল।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই জিয়া উদ্দিন জানান, একসময় মনির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মনির পুলিশ পরিচয়ে দোকান থেকে টাকা দাবি করতেন এবং পণ্য নিয়ে যেতেন। টাকা চাইলে তিনি খারাপ ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ডেটাবেইসের মাধ্যমে যাচাই করে জানা যায়, মনিরের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও ভুয়া পুলিশ পরিচয়ের মামলা রয়েছে। ডিএমপির শাহ আলী থানা, ময়মনসিংহের কোতোয়ালি থানা এবং ঈশ্বরগঞ্জ থানায় তাঁর নামে এসব মামলা দায়ের হয়েছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়