শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ১১:৪৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়ায় আওয়ামী লীগ থেকে ১৭ জনকে বহিষ্কার

মো. ইকবাল হোসেন: [২] বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

[৩] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সাতকানিয়া উপজেলার ১৭ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

[৪] প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী হয়েও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হবে।

[৫] বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৬] বহিষ্কৃত নেতা–কর্মীরা হলেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মঈনুদ্দিন চৌধুরী (আনারস), সোনাকানিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবু তাহের (আনারস) ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম উদ্দিন চৌধুরী (মোটরসাইকেল), ঢেমশা ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মজিদ (আনারস), আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম হারুন (আনারস), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক চৌধুরী (টেলিফোন) ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম হানিফ (ঘোড়া), কালিয়াইশ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান (মোটরসাইকেল), ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক মাহমুদ (ঘোড়া), পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মাবুদ সেন্টু (টেবিল ফ্যান) ও সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিদোয়ানুল ইসলাম (আনারস), ধর্মপুর ইউনিয়নে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী (আনারস), নলুয়া ইউনিয়নে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী (আনারস) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহমহিলাবিষয়ক সম্পাদক তসলিমা আকতার (চশমা), কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ছালাম (মোটরসাইকেল) ও বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী (আনারস)।

[৭] সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দলীয় পদে থেকে যাঁরা ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য আগে চিঠি দেওয়া হয়েছিল। তারপরও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়েছে। আর যেসব নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করবেন, তাঁদের বহিষ্কার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়