শিরোনাম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:১৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, মামলা দায়ের

সুজন কৈরী: [২] রাজধানীর মহাখালীতে এবার ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শিখা রানী ঘরামী (৫৫)। রোববার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।

[৩] তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, মধ্যরাতে মহাখালীর জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। চাপা দিয়েই ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে।

[৪] তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে খোকন ঘরামী বাদী হয়ে অজ্ঞাতনামা চালকের কথা উল্লেখ করে থানায় মামলা করেছেন।
ঢাকার রাস্তায় তিন মাসে রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় চারজন মারা গেছেন। গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। পরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর। ২ ডিসেম্বর বাসে উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন। গত ২৩ ডিসেম্বর টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়