রাশিদুল ইসলাম : [২] এর আগে যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা বলেছিলেন ভ্যাকসিনই করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে নিরাপদ কৌশল। কিন্তু এখন তারা বলছেন প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাই করোনাভাইরাস মোকাবেলায় গ্যারান্টি। আরটি
[৩] বুধবার প্রকাশিত ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)’র প্রতিবেদনে বলা হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাই সবচেয়ে অধিক কার্যকর। টিকা দেওয়া হয়নি, তাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা ১৫ থেকে ২৯ গুণ কম ছিল। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে একই রকম পার্থক্য দেখা দিয়েছে।
[৪] তারপরও সিডিসি’র চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, কোভিড হওয়ার পর নতুন করে উল্লেখযোগ্য কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। গবেষক ড. এলি রোজেনবার্গ সিএনএনকে বলেন, তাই টিকা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।