শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১০ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে খাটের নিচ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীকে আটক করেছেন র‍্যাব।

[৩] বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক রিমা আক্তার (২৬) একই এলাকার আবুল বশরের স্ত্রী। আরেক পলাতক আসামি হলেন-নয়াপাড়া এলাকার নুর বশরের ছেলে মোঃ রবিউল (২২)।

[৪] শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

[৫] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপি নয়াপাড়া গ্রামে আবুল বশরের বসত ঘরের ভেতরে ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় বসত ঘরে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ধৃতের ভাই মোঃ রবিউল (২২) পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়