শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১০ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে খাটের নিচ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীকে আটক করেছেন র‍্যাব।

[৩] বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক রিমা আক্তার (২৬) একই এলাকার আবুল বশরের স্ত্রী। আরেক পলাতক আসামি হলেন-নয়াপাড়া এলাকার নুর বশরের ছেলে মোঃ রবিউল (২২)।

[৪] শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

[৫] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপি নয়াপাড়া গ্রামে আবুল বশরের বসত ঘরের ভেতরে ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় বসত ঘরে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ধৃতের ভাই মোঃ রবিউল (২২) পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়