শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১০ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে খাটের নিচ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীকে আটক করেছেন র‍্যাব।

[৩] বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক রিমা আক্তার (২৬) একই এলাকার আবুল বশরের স্ত্রী। আরেক পলাতক আসামি হলেন-নয়াপাড়া এলাকার নুর বশরের ছেলে মোঃ রবিউল (২২)।

[৪] শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

[৫] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপি নয়াপাড়া গ্রামে আবুল বশরের বসত ঘরের ভেতরে ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় বসত ঘরে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ধৃতের ভাই মোঃ রবিউল (২২) পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে ৫ হাজার ৫৬০ পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়