শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:৪৮ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম আর ফারজানা: কি মর্মান্তিক

এম আর ফারজানা: গত সাপ্তাহে নিউ ইয়র্কে এক বাংলাদেশী পরিবারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়। তাও আবার মায়ের সামনে। মুলত মায়ের সাথে এক ভাই ঝগড়া করছিল তো ছোট ভাই এসে তাদের মধ্যে মায়ের পক্ষ নেয়। সোজা কথা পারিবারিক ঝগড়া । এক পর্যায়ে পরিস্থিতি এমন অবস্থায় যায় যে বড় ভাই ছুরি দিয়ে ছোট ভাইয়ের আঘাত করে, মা সামনেই ছিলেন পারেননি থামাতে, পুলিশ কল করেন ,কিন্তু ততক্ষনে অবস্থা চরম পর্যায়ে। পুলিশ আসে। কিন্তু ততক্ষনে অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা যায় ছোট ভাই । বড় ভাইকে পুলিশ ধরে নিয়ে যায়। New York post থেকে শুরু করে আমেরিকান সব পত্রিকায় এই নিউজ এসেছে। আব্দুস সালাম সরকার ৪৫ বছর আগে আমেরিকা আসেন (দেশের বাড়ী সিরাজগঞ্জ) , এখন পর্যন্ত গ্রীনকার্ড পাননি। ( গ্রীনকার্ড হল আমেরিকাতে থাকার বৈধ অনুমোতি, নাগরিকত্ব না )।

তিন ছেলের জন্ম নিউ ইয়র্কে। থাকতেন জ্যাকসন হাইটসে। আমি ভাবছিলাম মায়ের কথা , তিন ছেলের মধ্যে ১ জন খুন হল, একজন জেলে । আরেকজন বাবা-মায়ের সাথে আছে। কি মর্মান্তিক একটা পরিবারের জন্য। আর মা কি কোনদিন ভুলতে পারবে এমন ঘটনা। না বড় ছেলের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি বাবা- মা, যতটুকু জেনেছি তিন ভাইয়ের মধ্যে বড়টাই নাকি ভালো। যাকে খুন করছে সে নাকি মাদক আসক্ত ছিল আর মাকে নাকি প্রায় মারধর করত এমন কথা শুনেছি এবং তাকে নিয়েই নাকি মায়ের সাথে ঝগড়া । যেহেতু বাবা- মা অভুযোগ করেনি, তাই বড় ছেলে পুলিশ কাস্টাডিতে থাকলে ও বের হয়ে যাবে। আমি ভাবছি ভিন্ন কথা, এই যে আব্দুস সালাম আমেরিকা আসল তার আর ইচ্ছে থাকা স্বত্বে দেশে যেতে পারল না। যেতে পারত তবে আর আমেরিকা আসতে পারত না পারমিট না থাকার কারনে। আসলে এমন বিভিন্ন দেশের লোক আছে ভাবে দেশে গিয়ে কি করবো তারচেয়ে বরং এখানেই থেকে যাই। থাকে ঠিকি তবে তাদের কস্ট আর শেষ হয় না। তবে ছেলেগুলো মানুষ হলে দুঃখ ঘুচে যেত।

আসলে জীবনের তাগিদে মানুষ এতটাই ব্যস্ত হয়ে যায় যে অনেক সময় সন্তানদের ও সময় দিতে পারে না। বাস্তব কত কঠিন সে পথে না গেলে বুঝা যায় না। আজ আপনার কাছে যে জীবন স্বপ্নের মত রঙ্গিন বাস্তবের মুখে দাঁড়ালে দেখবেন তা কত ধূসর। শুধু তারাই জানে যারা এ পথে হেঁটে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়