শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা থেকে ৮ বছরে যুক্তরাষ্ট্রে ১০.৪ বিলিয়ন ডলার রাজস্ব আদায়

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে গাঁজা প্রাপ্তবয়স্তদের জন্যে বৈধ করে দেওয়া হয় ২০১৪ সালে। গত বছর পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ এসেছে এ পণ্যটির রাজস্ব থেকে। মারিজুয়ানা পলিসি প্রোজেক্ট এ মাসের শুরুতে প্রকাশিত এক জরিপে বলছে, গাঁজা বৈধ করার বিষয়টি একটি বিজ্ঞ সিদ্ধান্ত এবং এ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব মার্কিন অর্থনীতিতে ইতিবাচক হয়েই দেখা দিয়েছে। আর এ অর্থ রাজস্ব হিসেবে এসেছে বিক্রিত গাঁজার এক চতুর্থাংশ থেকে। আরটি

মার্কিন রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ক্যারেন ও’কিফি বলছেন গাঁজা মার্কিন অর্থনীতিতে অর্থনৈতিক লাভ নিয়ে এসেছে। এবং গাঁজা থেকে অর্জিত রাজস্ব পুনরায় মাদকাসক্তদের চিকিৎসায় ও মাদক বিরোধী অভিযানে খরচ করা হয়েছে। গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বার্কলে পিএলসি বলছে ২০৩০ সাল নাগাদ গাঁজা থেকে যে রাজস্ব আদায় হবে তা মদ থেকে আদায়কৃত রাজস্বকে ছাড়িয়ে যাবে। ব্লুমবার্গ বলছে বার্কলের পৌরসভা কৌশলপত্র তৈরি প্রধান মিখাইল ফোউক্স বলেন, কোভিড মহামারির মধ্যে অর্থনৈতিক সংকটের মধ্যে অন্যান্য খাত থেকে রাজস্ব আদায়ের যে প্রচেষ্টা চলছে গাঁজা তার মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বিভিন্ন দেশে গাঁজা প্রাপ্ত বয়স্কদের জন্যে বৈধ ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ইতিমধ্যে মদের চেয়ে গাঁজা সেবনকারীরা অধিক কর প্রদান করছেন। মার্কেট ওয়াচ নামে একটি অনলাইন সাইটের হিসেবে গত বছরের জুলাই থেকে নভেম্বর গাঁজা থেকে কর এসেছে ১৯৩ মিলিয়ন ডলার। একই সময়ে মদ, বিয়ার, স্পিরিট থেকে আদায় হয়েছে ১৪১ মিলিয়ন ডলারের রাজস্ব।

যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যে গাঁজা সেবন বৈধ। এসব রাজ্যে ২১ বছরের যে কেউ বা তারচেয়ে বেশি বয়সী গাঁজা সেবন করতে পারে। গাঁজা থেকে আদায়কৃত রাজস্ব সামাজিক সেবা খাতের বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে। শিক্ষাখাত ছাড়াও স্কুল নির্মাণ, নিরক্ষরতা দূর, পাবলিক লাইব্রেরি, আচরণগত সমস্যা নিরসন ও এ্যালকোহল ও মাদকসেবীদের বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহৃত হচ্ছে এ অর্থ। এছাড়া বিনোদন, শিল্প, চিকিৎসায় গাঁজার ব্যবহার বাড়ছে। হিরোইন ও কোকেনের চেয়ে গাঁজা এখন যুক্তরাষ্ট্রের আইনে কম বিপজ্জনক নেশা দ্রব্য এবং এর কিছুটা চিকিৎসা সুবিধাও রয়েছে। গত বছরের জুলাই একটি নতুন বিল প্রণয়ন করা হয় যার মাধ্যমে গাঁজা অবৈধ থেকে বৈধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়