শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২১, ০২:০৬ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩ দিনের মধ্যে কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক : পৌষের শুরু। এখনো জেঁকে বসেনি শীত। দেশের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও দেখা দেয়নি শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে রাজধানীতে রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে চলতি সপ্তাহে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আজ রাত নাগাদ এ তাপমাত্রা কমে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে। সোমবার তাপমাত্রা আরও কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ একে রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২০শে ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ এর ঘরে আছে। ঢাকায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমার ধারাবাহিকতায় ২০শে ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এদিকে আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। শনিবার সিলেটে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়