শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবিত্র হজ্ব পালনে গমনেচ্ছু হজ্বযাত্রীদের যেন সমস্যা না হয় সেদিকে দৃষ্টি রাখার সুপারিশ

মনিরুল ইসলাম : [২] পবিত্র হজ্ব পালনে গমনেচ্ছু হজ্বযাত্রীদের থাকা, খাওয়া এবং যাতায়াতে যেন সমস্যা না হয়, সেদিকে দৃষ্টি রাখার সুপারিশ করা হয় একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৩তম বৈঠকে ।

[৩] বৃহস্পতিবার কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে গত ২০ জুন, ২০১৮ তারিখে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা, গৃহিত বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন ও তৎসম্পর্কে আলোচনা এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মতামত প্রদানসহ বিশদ আলোচনা করা হয়।

[৫] বৈঠকে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প, ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম ইত্যাদি চলমান প্রকল্পের সর্বশেষ তথ্য উপস্থাপিত হয়।

[৬] প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী অর্জিত আউটকাম সাসটেইনেবল করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কজের মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে সংসদের ফ্লোরে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে যথাসময়ে প্রকল্পসমূহের কাজ সমাপ্ত/বাস্তবায়ন করার জন্য কমিটি সুপারিশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়