মাকসুদ রহমান: [২] ঢাকা টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলমের অর্ধশতকে ভর করে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাবর আজমের দল।
[৩] ২ উইকেটে ১৮৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারে ইবাদত হোসেনের বলে লিটনের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন আজহার আলি। ব্যক্তিগত ৭৬ রানে খালেদ আহমদের বলে লেগ বিফোরের ফাঁদে পরে বিদায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেখান থেকে রিজওয়ান ও ফাওয়াদ আলমের ১০৩ রানের পার্টনারশিপে ভর করে স্কোর বোর্ডে ৪ উইকেটে ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
[৪] বাংলাদেশের তাইজুল ইসলাম ৭৩ রান খরচায় নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও খালিদ আহমেদ।
[৫] দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাবর আজমরা।