রাশিদুল ইসলাম : [২] গত মাসে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আভাস দেন যে তার প্রশাসন বেইজিং ২০২২ শীতকালীন গেমস কূটনৈতিক বয়কটের কথা ভাবছে। বেশ কয়েকটি উৎসের উদ্ধৃতি দিয়ে সিএনএনের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন এই সপ্তাহের শেষ দিকে বেইজিং অলিম্পিককে কূটনৈতিক বয়কটের ঘোষণা দেবে।
[৩] চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এধরনের ঘোষণার চিন্তা করছে ওয়াশিংটন। তবে বয়কট ঘোষণা করলেও মার্কিন খেলোয়াড়রা বেইজিং অলিম্পিকে অংশ নেবে শুধু শুধুমাত্র মার্কিন সরকারি কর্মকর্তারা অংশ নেবেন না।
[৪] ১৯৮০ সালে মস্কো গ্রীষ্মকালীন অলিম্পিক সম্পূর্ণ বয়কট করেছিল ওয়াশিংটন। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার।