শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বরে প্রায় ৮৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সুজন কৈরী: [২] দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত মাসে ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র-গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] বিজিবি’র জনসংযোগ কর্তকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ লাখ ১২ হাজার ২৬৯পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৫৫০ বোতল ফেন্সিডিল, ১৬ হাজার ২২৪ বোতল বিদেশী মদ, ১ হাজার ৪৩৬ ক্যান বিয়ার, ১ হাজার ৩৫৮ কেজি গাঁজা, ৮ কেজি ৩৪০ গ্রাম হেরোইন, ৯ হাজার ৯০২টি ইনজেকশন, ৫ হাজার ৬৯৮টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৮৮৯ বোতল এমকেডিল ও কফিডিল, ৩৪ হাজার ২১৫টি বিভিন্ন প্রকার ওষুধ, ৩৯ হাজার ৫৫৯টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৭৩টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২৯৪ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৯৯৯ গ্রাম রূপা, ১ লাখ ২৩ হাজার ২৯৫টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৯২২টি ইমিটেশন গহনা ৪ হাজার ১৬৪টি শাড়ী, ১ হাজার ৩৩টি থ্রিপিস ও শার্টপিস, ৩২০ মিটার থান কাপড়, ২ হাজার ২২৫ ঘনফুট কাঠ, ৪ হাজার ৫৫৮ কেজি চা পাতা, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ৯ হাজার ৯৫০ কেজি কয়লা, ৬টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৯টি পিকআপ, ৪১টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৫টি মোটর সাইকেল।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ১টি পিস্তল, ১১টি বিভিন্ন প্রকার গান এবং ৪টি চাইনিজ কুড়াল উদ্ধার করনা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় ইয়াবাসহ মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯৯ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৬জন বাংলাদেশী নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়