শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান তারকাদের অনেকেই রয়েছেন দেশের বাইরে

ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ফোবানা অ্যাওয়ার্ড’ এবং ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের পর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড পুরস্কার’ অনুষ্ঠান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের শারজায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল ২০২১’। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে চলচ্চিত্রশিল্পের অনেক তারকাই দেশের বাইরে গেছেন এবং কেউ কেউ দুই একদিনের মধ্যেই বিদেশে যাবেন। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে নভেম্বরের তৃতীয় সপ্তাহে শাকিব খান নিউইয়র্ক গেছেন। তিনি এখনো দেশে ফিরেননি।

জানা গেছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফিরবেন। তার আগে পারিবারিক কাজে মৌসুমী গেছেন যুক্তরাষ্ট্রে। এই সুযোগে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। আগেই তিনি বলেছেন, নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন। মৌসুমি

কিন্তু এখনো ফেরেননি বলে জানা গেছে। তারও ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতোমধ্যে বুবলীও নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে রওনা দিচ্ছেন বলে জানান দিয়েছেন। গীতিকার ও কথসাহিত্যিক আফরোজা পারভীন ওয়াশিংটন ডিসি থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে এ রিপোর্টারকে জানিয়েছেন, ফোবানা অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে গ্ল্যামার জগতের যারা অবস্থান করছেন তারা বৃহস্পতিবার ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে নিউইয়র্ক রওনা দেবেন। এছাড়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ডে যোগ দিতে দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও ববি। দু’জনেই শারজা স্টেডিয়ামের আয়োজনে নাচ পরিবেশন করবেন। নুসরাত ফারিয়া সেখান থেকে ফিরেই ‘বঙ্গবন্ধু বায়োপিক’-এর শুটিংয়ে অংশগ্রহণ করবেন।

অন্যদিকে এ অনুষ্টানটির মধ্য দিয়ে প্রথমবারের মত দেশের বাইরে স্টেজ শো করতে যাচ্ছেন নায়িকা ববি। তিনি বলেন, ‘আগেও আমি অনেকবার সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে গেছি। সেখানকার বিখ্যাত স্টেডিয়াম শারজার নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে পারফর্ম করতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। আশাকরি সময়টা দারুণ উপভোগ্য হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়