শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান তারকাদের অনেকেই রয়েছেন দেশের বাইরে

ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ফোবানা অ্যাওয়ার্ড’ এবং ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের পর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড পুরস্কার’ অনুষ্ঠান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের শারজায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল ২০২১’। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে চলচ্চিত্রশিল্পের অনেক তারকাই দেশের বাইরে গেছেন এবং কেউ কেউ দুই একদিনের মধ্যেই বিদেশে যাবেন। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে নভেম্বরের তৃতীয় সপ্তাহে শাকিব খান নিউইয়র্ক গেছেন। তিনি এখনো দেশে ফিরেননি।

জানা গেছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফিরবেন। তার আগে পারিবারিক কাজে মৌসুমী গেছেন যুক্তরাষ্ট্রে। এই সুযোগে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। আগেই তিনি বলেছেন, নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন। মৌসুমি

কিন্তু এখনো ফেরেননি বলে জানা গেছে। তারও ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতোমধ্যে বুবলীও নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে রওনা দিচ্ছেন বলে জানান দিয়েছেন। গীতিকার ও কথসাহিত্যিক আফরোজা পারভীন ওয়াশিংটন ডিসি থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে এ রিপোর্টারকে জানিয়েছেন, ফোবানা অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে গ্ল্যামার জগতের যারা অবস্থান করছেন তারা বৃহস্পতিবার ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে নিউইয়র্ক রওনা দেবেন। এছাড়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ডে যোগ দিতে দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও ববি। দু’জনেই শারজা স্টেডিয়ামের আয়োজনে নাচ পরিবেশন করবেন। নুসরাত ফারিয়া সেখান থেকে ফিরেই ‘বঙ্গবন্ধু বায়োপিক’-এর শুটিংয়ে অংশগ্রহণ করবেন।

অন্যদিকে এ অনুষ্টানটির মধ্য দিয়ে প্রথমবারের মত দেশের বাইরে স্টেজ শো করতে যাচ্ছেন নায়িকা ববি। তিনি বলেন, ‘আগেও আমি অনেকবার সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে গেছি। সেখানকার বিখ্যাত স্টেডিয়াম শারজার নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে পারফর্ম করতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। আশাকরি সময়টা দারুণ উপভোগ্য হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়