শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন ভাল কাজ নাও করতে পারে, সতর্কবার্তা মডার্নার সিইও-র

রাশিদুল ইসলাম: [২] মডার্নার চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিফান বানসেলের এ সতর্কবার্তায় নানা দেশে নামতে শুরু করেছে শেয়ার সূচক। অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম কমেছে প্রায় এক ডলার। দাম কমেছে অস্ট্রেলিয়ার মুদ্রারও। দি ওয়াল

[৩] বানসাল এক সাক্ষাৎকারে বলেন, ওমিক্রনের বিরুদ্ধে আমাদের ভ্যাকসিন কতদূর কাজ করবে এখনই বলা সম্ভব নয়। আমাদের হাতে যথেষ্ট তথ্য নেই। কিন্তু বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, মোডার্নার ভ্যাকসিন হয়তো এবার ভাল কাজ করবে না।

[৪] ওমিক্রন সংক্রমণ শুরু হওয়ার পরে গত শুক্রবার আন্তর্জাতিক শেয়ার বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ২ হাজার কোটি ডলার। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নতুন করে আর লকডাউন জারি করার সম্ভাবনা নেই। তখন বাজার কিছুদূর স্থিতিশীল হয়।

[৫] অর্থনীতিবিদদের এক বড় অংশের বক্তব্য, ওমিক্রনের ধাক্কায় বিশ্ব জুড়ে আর্থিক পুনরুজ্জীবন পিছিয়ে যাবে। অনেকে ভেবেছিলেন, অতিমহামারীর ধাক্কা সামলে ২০২২ সালে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। কিন্তু তা এখন সম্ভব বলে মনে হচ্ছে না।

[৬] জাপান ইতিমধ্যে বিদেশী পর্যটকদের আসা বন্ধ করেছে। আগামী বছরে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদ বাড়বে না বলেই মনে করছেন অনেকে। বিজ্ঞানীরা এখন জানার চেষ্টা করছেন, কোভিডের ডেল্টা ভ্যারিয়ান্টের তুলনায় ওমিক্রন বেশি না কম সংক্রামক।

[৭] আপাতত চীন বাদে আর কোনও দেশই লকডাউনের পথে যেতে রাজি নয়। নমুরা হোল্ডিংস ইনকর্পোরেটেডের গ্লোবাল মার্কেট রিসার্চ শাখার প্রধান রব সুব্রামন বলেন, “বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং সাধারণ মানুষ এখন কোভিড সম্পর্কে অনেক সতর্ক। প্রকাশ্য স্থানে কোভিড বিধি মেনে চলা হচ্ছে। ফলে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট হয়তো ওয়েভ আকারে দেখা দেবে না।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়