জাহাঙ্গীর লিটন : [২] জেলার রামগঞ্জে নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতিকের স্টিকারযুক্ত গাড়ী থেকে অস্ত্রসহ আরও ৯জনকে আটক করেছে বিজিবি। এসময় ১টি পিস্তল, ১টি এলজি, ৪টি চাইনিজ কুড়াল, ৪টি স্টিক, বেশ কয়েকটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
[৩] রোববার(২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এর আগে রাতে মধ্য ভাদুর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩১জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন।
[৪] এদিকে, তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জে বেশ কয়েকটি কেন্দ্রে একটি বিশেষ দল ও প্রতিকের পক্ষে প্রকাশ্য ভোট প্রদানের অভিযোগ ও এক স্বতন্ত্র প্রার্থীর গাড়ী ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা চালানোর অভিযোগও পাওয়া গেছে একাধিক কেন্দ্রে। এসব কেন্দ্রের বাইরে কিছুক্ষন পর পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় কোনও ভোট কেন্দ্র দখলের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[৫] অপরদিকে, এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অভিযোগ এনে লক্ষ্মীপুর পৌরসভার হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মো. জহির উদ্দিন বেলা ২টার দিকে ভোট বর্জন করেন। সম্পাদনা: শান্ত মুজুমদার