শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান রোয়াংছড়িতে প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে একজন নারী

বাবুল খাঁন : [২] জেলার রোয়াংছড়ি উপজেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিলেন মাশৈখিং মারমা নামের এক নারী।

[৩] রোয়াংছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বে কখন কোন নারী চেয়ারম্যান প্রার্থী হয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেনি।এবার প্রথম আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এই প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে জ্বল্পনা কল্পনা ও বিভিন্ন চায়ের দোকান সহ বিভিন্ন মহলে আলাপচারিতা চলছে।

[৪] চেয়ারম্যান প্রার্থী হওয়া এ নারীর রোয়াংছড়ি উপজেলা ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ৮নং ওয়ার্ড আমতলী পাড়ার বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমার মেয়ে।

[৫] আরো জানা যায়, তিনি ২০১২ সালে এস.এস.সি এবং ২০১৭ সালে এইচ.এস.সি পাস করে বর্তমানে ডিগ্রীতে অধ্যায়নরত অবস্থায় একটি বেসরকারি বিদ্যালয় শিক্ষকতা করছেন।

[৬] এদিকে ক্ষতাসীন দলের প্রার্থী হয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের দুইবারে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছে লাপ্রাদ ত্রিপুরা,হ্লাশৈাসিং মার্মা,কমল কান্তি বড়ুয়া চার পুরুষ প্রার্থী বিপরীতে একজন নারী।

[৭] এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাশৈখিং মারমা বলেন, জনগণের সেবা করতে চাই। যুগোপযোগী সময়ের জনগণের পাশে থেকে প্রতিনিধি হিসেবে নয় একজন সেবিক হিসেবে কাজ করে যেতে চাই।

[৮] তিনি আরো বলেন,অনেক এলাকায় এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। দুর্গম এলাকার জনগণের দোঁড়গোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।লেখাপড়ার পাশাপাশি স্থানীয় এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষককতা করছি। এই সুবাদে এলাকা লোকজনের সাথে ব্যাপক পরিচিত আছে। তবে আমার শৈশবকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি কিন্তু আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। তারপরও আমি শতভাগ আশাবাদী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে অংশ নিলে এলাকার বাসিন্দারা আমাকে ভোট দিবে।

[৯] উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন,৩নং আলেক্ষ্যং ইউনিয়ন থেকে মাশৈখিং মারমা নামে এক নারী চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়