শিরোনাম
◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

মিনহাজুল আবেদীন: [২] নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের হত্যার বিচারসহ নানা দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবার ১০ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বাড়ি ফিরেছে তারা।

[৩] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ দাবি জানিয়ে গুলিস্তান ও মতিঝিলের সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা।
এদিনও দীর্ঘ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় রাজধানী জুড়ে ব্যাপক যানজট তৈরি হয়। গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা ১০টি দাবি ঘোষণা করে। দাবি পূরণ না হলে ফের সড়কে নামার ঘোষণা দেয় তারা।

[৪] শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. যথাযথ তদন্ত করে নাঈম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া।

২. জেলা শহরের বিভিন্ন রুটে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু।

৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিডিংয়ের জন্য শিক্ষার্থীদের জরিমানা আদায় এবং তা প্রশাসনের কাছে হস্তান্তরের অধিকার দেওয়া।

৪. সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা।

৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক গতিরোধক নির্মাণ।

৬. শহরের প্রত্যেকটি অচল ট্রাফিক লাইটের সংস্করণ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা।

৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ।

৮. জেব্রা ক্রসিংয়ের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা।

৯. চলন্ত বাসে যাত্রী ওঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা।

১০. সর্বোপরি নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন করা।

[৫] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ি রাজধানীর গুলিস্তানে বুধবার দুপুর ১২টার দিকে নাঈম হাসানকে চাপা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িচালক রাসেল খানকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] বুধবার দুপুর থেকে শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা, সায়েন্স ল্যাব, বেইলি রোড, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়