শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

মিনহাজুল আবেদীন: [২] নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের হত্যার বিচারসহ নানা দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবার ১০ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বাড়ি ফিরেছে তারা।

[৩] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ দাবি জানিয়ে গুলিস্তান ও মতিঝিলের সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা।
এদিনও দীর্ঘ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় রাজধানী জুড়ে ব্যাপক যানজট তৈরি হয়। গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা ১০টি দাবি ঘোষণা করে। দাবি পূরণ না হলে ফের সড়কে নামার ঘোষণা দেয় তারা।

[৪] শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. যথাযথ তদন্ত করে নাঈম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া।

২. জেলা শহরের বিভিন্ন রুটে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু।

৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিডিংয়ের জন্য শিক্ষার্থীদের জরিমানা আদায় এবং তা প্রশাসনের কাছে হস্তান্তরের অধিকার দেওয়া।

৪. সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা।

৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক গতিরোধক নির্মাণ।

৬. শহরের প্রত্যেকটি অচল ট্রাফিক লাইটের সংস্করণ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা।

৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ।

৮. জেব্রা ক্রসিংয়ের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা।

৯. চলন্ত বাসে যাত্রী ওঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা।

১০. সর্বোপরি নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন করা।

[৫] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ি রাজধানীর গুলিস্তানে বুধবার দুপুর ১২টার দিকে নাঈম হাসানকে চাপা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িচালক রাসেল খানকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] বুধবার দুপুর থেকে শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা, সায়েন্স ল্যাব, বেইলি রোড, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়