শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. সামসুল ইসলাম: সৃজনশীলতার আর সুকুমার বৃত্তির চর্চা গলাবাজি করে হয় না

মো. সামসুল ইসলাম: সৃজনশীলতা ভিন্ন ব্যাপার। টাকাপয়সা, দলাদলি, স্বজনপ্রীতি, হম্বিতম্বি এসব দিয়ে শিল্প, সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি এমনকি খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়। যার যে কাজে অভিজ্ঞতা নেই তাকে সেখানে বসিয়ে আমরা রাজনীতি, অর্থনীতিতে অনেক কিছু হয়তো অর্জন করতে পারি কিন্তু শিল্প, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় নয়। দেশে সাম্প্রদায়িক সহিংসতার পরপরই দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের সমাজে শিল্প সংস্কৃতি চর্চার বেহাল অবস্থার কথা বলেছেন। সমাজে নৈতিকতা, সৃজনশীলতার আর সুকুমার বৃত্তির চর্চা গলাবাজি করে হয় না। শিক্ষার ব্যাপক সুযোগ বাড়ছে। কিন্তু বাড়ছে না শিক্ষার মান। খেলাধুলায় সুযোগ-সুবিধা টাকা পয়সা এখন অনেক বেশি। কিন্তু সাফল্য নেই। পত্র-পত্রিকা, টিভি চ্যানেল বাড়ছে। কিন্তু ১৭ কোটি মানুষের দেশে প্রয়োজনীয় পাঠক, দর্শক নেই।

নাটক, সিনেমা, সাহিত্যের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি। একধরনের বন্ধ্যাত্ব চলছে। ধারণার দুর্ভিক্ষে ভুগছে লেখালেখি। আমি লিখতে খুবই ভালোবাসি। কিন্তু ইদানীং লেখার আগ্রহ বোধ করি কম। কারণ জানি এর সঙ্গে রাজনীতির যোগ না থাকলে আমি সম্মান বা প্রয়োজনীয় অর্থ কিছুই পাবো না। দলমত নির্বিশেষে- প্রতিভাবানদের চরিত্রহরণ না করে তাদের সম্মান দিন। সৎ ও যোগ্য লোককে শীর্ষপদগুলোতে বসান। যারা জীবনে ক্রিকেটের ব্যাট ধরেনি তাদের দিয়ে দেশের ক্রিকেটে বিপ্লব হবে সে আশা করবেন না। Md. Shamsul Islam’র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়