স্পোর্টস ডেস্ক : [২] ২০১৯ বিশ্বকাপে ভারতের চিন্তা ছিল চার নম্বর ব্যাটিং পজিশন, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাথাব্যাথা হয়ে দাঁড়ায় ছয় নম্বর স্থান। আধাফিট হার্দিক পান্ডিয়াকে কার্যত জোর করেই বিশ্বকাপে খেলানো হলেও তিনি নিজের সেরাটা দিতে ব্যর্থ হন। এরপরেই চলতি নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ যেতে হয় তাকে। এ অবস্থায় গৌতম গম্ভীর মনে করছেন হার্দিক দলে ফিরতে সক্ষম।
[৩] বিশ্বকাপে পান্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে বাছাই করা হলেও তিনি প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং করেননি। টুর্নামেন্টের পরের দিকে বল করলেও তাখে ফিঁকে লাগে। এর পরই গৌতম গম্ভীর জানিয়ে দেন রাতারাতি কোন খেলোয়াড় পাওয়া যায় এবং হার্দিকও ভবিষ্যতে ভারতীয় দলে ফিরতে পারেন বলেই তার বিশ্বাস। - হিন্দুস্তানটাইমস,