শিমুল মাহমুদ: [২] লিভারের সমস্যা আরো বেড়েছে, কিছু লাগলে হাত ইশারায় ডাকেন [৩] তিনদিন ধরে বেগম জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘অধিকাংশ সময় উনাকে বেডে শুয়ে থাকতে দেখেছি। খুব বেশি নড়াচড়া করেন না। স্বাস্থ্যের বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
[৪] বিকেলে হাসপাতালে যান তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। ৫ মিনিট পর তিনি বেরিয়ে আসেন। বলেন, ম্যাডাম ঘুমাচ্ছেন। কোনো কথা হয়নি।
[৫] জুম্মার নামাজের পর হাসপাতালে যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ওনার হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে। এখন ৯.৮।
[৬] মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার সকাল ১০টার দিকে বেগম জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব