স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ পরিচালনায় যারা থাকবেন তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি টি-টোয়েন্টিতেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন বাংলাদেশের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
[৩] ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে সিরিজ খেলতে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও বাবর আজম। দুই দলই পুরোদমে শুরু করেছে অনুশীলন। আর এই সিরিজের ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন প্রকাশিত হয়েছে তার তালিকা।
[৪] ঘরের মাঠের সিরিজে দায়িত্বে থাকছেন শরফোদুল্লাহ ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভির আহমেদ। এই চারজনই মাঠে দায়িত্ব পালন করবেন আম্পায়ারিংয়ের। ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন নিয়ামুর রশিদ।
ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে তানভির আহমেদের আম্পায়ারিং নিয়ে বিতর্ক থাকলেও পাকিস্তান সিরিজেও তার ওপর ভরসা রাখছে। প্রথম টি-টোয়েন্টিতে সৈকতের পাশাপাশি অনফিল্ড আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।
[৫] দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভির আহমেদ ও গাজী সোহেল। টিভি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান ও সৈকত। শেষ টি-টোয়েন্টিতে তানভিরের সঙ্গে অনফিল্ডের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান। ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয়টি হবে তার পরের দিনই অর্থাৎ ২০ নভেম্বর। একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি। টি-টোয়েন্টি সিরিজ শেষেই টেস্ট সিরিজের জন্য চট্টগ্রাম যাবে দুই দল। - ক্রিকটাইম,