সাকিবুল আলম: [২] তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রসঙ্গে শি জিনপিং বলেন, আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, তাইওয়ান যদি তাদের স্বাধীনতার দাবিতে নতুন কোনো পদক্ষেপ নেয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না বেইজিং। দ্য গার্ডিয়ান
[৩] শি জিনপিংএর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন,তাইওয়ান প্রণালীতে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।
[৪] বাইডেন এ সময় আরো বলেন, চীন ও তাইওয়ানের বৈরিতা যেনো সরাসরি সংঘর্ষের পথে না যায় সেজন্য দুইদেশকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
[৫] ভিডিও কনফারেন্সের এক পর্যায়ে শি জিনপিং বাইডেনকে পুরনো বন্ধু বলে সম্বধন করেন। চীনা গণমাধ্যম এ সংলাপটিকে একই সঙ্গে অকপট, গঠনমূলক,বাস্তববাদী এবং ফলপ্রসূ বলে উল্লেখ করেছে।