শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে শ্বশুরকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের কাজিপুরে শ্বশুড়কে হত্যার দায়ে জামাই আবু বক্কারকে (৩৪)যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামি উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আবু বক্কার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত মকবুলহোসেনের ছেলে।সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিকপ্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] মামলা বিবরণে জানা যায়, উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত আজহার মন্ডলেরছেলে সোলায়ান হোসেনের (৫৫) মেয়ে ববিতা খাতুনের স্বামী আসামী আবু বক্কার। ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় মরিচের টাল কেনার কথা বলে শ্বশুরকে নিয়ে একটি ক্ষেতে যান আবু বক্কার। সেখানে শ্বশুর সোলায়মানকে একা পেয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আবু বক্কার। ওইদিন রাতেই মরিচ টালের পাশে ভুট্টা ক্ষেত থেকে সোলায়মানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৫] এ ঘটনায় নিহতের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আবু বক্কারকে একমাত্র আসমি করে আদালতে অভিযোগপত্র দেন । দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিচারক আসামি যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়