শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমান গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৪

ফারুক আহাম্মদ: [২] কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও বিভিন্ন স্থানে আরেকটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

[৩] থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে থানার এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স রবিবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল-বাগড়া সড়কের রাস্তার উপর থেকে অভিনব পন্থ্যায় গাঁজা পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ আশাবাড়ী গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৩)কে আটক করে।

[৪] এছাড়া থানার আরেকটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করে।

[৫] গ্রেপ্তারকৃতরা হলো- সিদলাই গ্রামের ফুল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩২), চান্দলা গ্রামের হান্নান শাহ এর ছেলে মো. নাছির মিয়া (২৬) এবং গঙ্গানগড় গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে সরু মিয়া (৫৫)। তারা উভয়েই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানায়।

[৬] সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়