নিজস্ব প্রতিবেদক: [২] শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ২২ তম এ আসরের উদ্বোধন হয়। আসরে বাংলাদেশ, ভারত, ইরাক, জর্ডানসহ ১৭টি দেশের আর্চাররা অংশ নেবেন।
[৩] বাংলাদেশ আর্চারির সবচেয়ে বড় তারকা রোমান সানা এবার নিজের দেশে এমন বড় আসরে খেলবেন। রোমান সানা জানান, আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট খেলতে পারলে ভবিষ্যতে অলিম্পিকসহ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভালো করা সম্ভব। তিনি আরো বলেন, আর্চারিতে ভালো ফলাফল আনতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প কিছু নেই। সম্পাদনা: রাহুল রাজ।