জাফর ওয়াজেদ: ১১ নভেম্বর ১৯১৮, ইতিহাসের পাতায় লেখা একটি স্মরণীয় দিন। বলা হয়, ‘At the 11th hour on the 11th day of the 11th month of 1918, the Great War ends.’ সেদিন সকাল ঠিক ৫টায়, হৃত বল, হৃত সর্বস্ব জার্মানি প্রায় ধ্বংস হয়ে যাওয়া দেশকে আরও ধ্বংস থেকে বাঁচানোর জন্য মিত্র পক্ষের কাছে আত্মসমর্পণ ও শান্তি চুক্তি সই করতে বাধ্য হয়, signed an armistice agreement with the Allies in a railroad car outside Compiégne, France.’ এরপর প্রথম মহাযুদ্ধের আনুষ্ঠানিক অবসান।
কয়েক লাখ সৈন্য নিহত, লাখ লাখ সেনা আহত, সাধারণ মানুষ বিপর্যস্ত, ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল গির্জা ধ্বংস অথবা ভেঙে চুরমার। বিশ্ব এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত। যুদ্ধের সঙ্গের সঙ্গী হয়ে এলো ক্ষুধা, মহামারি, মন্বন্তর, মৃত্যু। অতঃপর অনেক রক্ত ও চোখের জলে ভিজে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো ভোর পাঁচটায়। সভ্যতার ইতিহাসে ঘটলো মর্মান্তিক এক বিয়োগান্ত ঘটনার অবসান। লেখক: মহাপরিচালক, পিআইবি