স্পোর্টস ডেস্ক : [২] আগামী ৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। এর আগে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।
[৩] এলপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। যেখানে রয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, মেহেদি হাসান রানা ও আল আমিন হোসেন। এবারের আসরে কলম্বো স্টারসের হয়ে খেলবেন আল আমিন ও তাসকিন। এদিকে নাজমুল অপু, মিঠুন ও মেহেদি রানাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ারিয়র্স।
[৪] কলম্বো স্টারস- ক্রিস গেইল (আইকন), দুশমন্থ চামিরা, আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা, মোহাম্মদ ইরফান, আল আমিন হোসেন, পাথুম নিশানকা, লাকশান সান্দাকান, সেক্কুগে প্রসন্ন, মানপ্রীত সিং, জিহান রুপসিংহে, তাসকিন আহমেদ, লাহিরু গ্যামেজ, টি এম সম্পদ, নুয়ানিন্দু ফার্নান্দো, জিহান ড্যানিয়েল, মালিন্দা মাদুরঙ্গা, নলিন প্রিয়দর্শনা, হাশান দুমিন্দু এবং কানাগারথনম কপিলরাজ। - ক্রিকফ্রেঞ্জি